আমাদের কর্মসূচীঃ
আমাদের কর্মসূচীঃ
১. সমগ্র বাংলাদেশের কৃষিজ উদ্ভাবনী তথ্য সংগ্রহ করা এবং প্রকাশ করা,
২. কৃষিজ চাষাবাদে সহযোগিতার পাশাপাশি আধুনিক কৃষি প্রযুক্তির প্রচার প্রসার।
৩. কৃষি উদ্যোক্তা এবং উদ্যোগ গ্রহণেচ্ছুকদের কারিগরি সহযোগিতা করা,
৪. ফসলের বালাই প্রতিকারের সমাধানে সহযোগিতা করা,
৫. মাটির স্বাস্থ্য পরীক্ষায় সহযোগিতা প্রদান, সারের সঠিক মাত্রার প্রয়োগ,
৬. বিভিন্ন কৃষি বিষয়ক সেমিনার এবং ব্যবহারিক প্রশিক্ষণ প্রদান
৭. দেশের প্রান্তিক এবং আধুনিক কৃষকদের সমস্যার সমাধানের জন্য মোবাইল Apps এর মাধ্যে ই কৃষি সার্ভিস
৮. আধুনিক কৃষির সাথে সম্পৃক্তদের সদস্য করত উদ্যোক্তা তৈরি করণ এবং কাউন্সেলিং,
৯. ছাঁদে কৃষিকাজ ও পরামর্শ প্রদান